রবিবার, ১৯ মে, ২০২৪

আদালতে ধাক্কা বিজেপির! হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের মামলা খারিজ হাইকোর্টের

বংনিউজ24X7

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৭:৩৬ পিএম | আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২২, ০১:৩৬ এএম

আদালতে ধাক্কা বিজেপির! হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের মামলা খারিজ হাইকোর্টের
আদালতে ধাক্কা বিজেপির! হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের মামলা খারিজ হাইকোর্টের

আদালতে ফের একবার ধাক্কা খেলো বিজেপি। হাওড়া পুরসভায় আসন সংখ্যা ফের পুনর্বিন্যাস করা হোক এই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল বিজেপি। এবার সেই মামলায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

হাওড়া পুরসভার ৫০ টি ওয়ার্ডকে ভেঙে ৬৬ ওয়ার্ড করা হচ্ছে। এই মর্মে নোটিশ পড়েছিল হাওড়া পুরসভায়। যা নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এই পুর এলাকায়। এদিকে এই নোটিশ নিয়ে কারোর কোন পরামর্শ বা আপত্তি থাকলে তা জানানো যাবে বলে জানিয়েছে পুরসভা। এরপরেই এবার এই নোটিসে বহু ক্ষেত্রে অসামঞ্জস্যতার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। সেই মামলায় এদিন খারেজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালতে বড়সড় ধাক্কা খেলো বিজেপি।

আদালতে আবেদন জানিয়ে বিজেপির তরফের আইনজীবী জানান, হাওড়া পুরসভার সঙ্গে বালি পুরসভা জুড়ে ৬৬ টি ওয়ার্ড করা হয়েছে। কিন্তু এখন রাজ্য সরকার হাওড়া ও বালি পুরসভা কে দুটি পৃথক পৌরসভা করার বিল পাস করেছে। কিন্তু রাজ্য এখন এককভাবে হাওড়ার ওয়ার্ড সংখ্যায় বাড়িয়েছে ৬৬ করতে চাইছে। তাই এই বিজ্ঞপ্তি খারিজ করার দাবি করেছিল বিজেপি।

কিন্তু এই আবেদন খারিজ করে দিয়ে পাল্টা রাজ্যের আইনজীবীর তরফে জানানো হয়, এটি চূড়ান্ত বিজ্ঞপ্তি নয়। জেলা নির্বাচনী আধিকারিক বিজ্ঞপ্তি দিয়ে জনগণের মতামত জানতে চেয়েছেন। কারোর কোন মতামত থাকলে তা লিখিতভাবে জানানো যেতে পারে। রাজ্যের এই যুক্তিসোনার পরেই বিচারপতি অমৃত সিংহর সিঙ্গেল বেঞ্চ এই মামলা খারিজ করে দেন।